একনজরে

10/recent/ticker-posts

ওয়ার্ল্ড টয়লেট ডে-তে জানুন নেই শৌচাগারের তথ্য


খোশখবর ডেস্কঃ মানুষ সভ্যতার মুখ দেখেছে অনেক আগেই কিন্তু আজও পৃথিবীর বহু দেশের মানুষ শৌচালয়ের ব্যবহারই জানে না।এখনও প্রকাশ্যে শৌচকর্ম করেন কোটি কোটি মানুষ।এই পরিস্থিতি দেখে ২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অরগানাইজেশন গোটা বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে প্রচার শুরু করে। সেই থেকে সচেতনতামুলক প্রচারের জন্য প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব টয়লেট দিবস। ইউ এন ওয়াটার সংস্থার হিসেব অনুযায়ী এখনও গোটা পৃথিবীতে ৮৯২মিলিয়ন(১ মিলিয়ন = ১০ লক্ষ) মানুষ প্রকাশ্যে শৌচকর্ম করেন। ৬২.২ শতাংশ মানুষের কাছে নিরাপদ টয়লেট ব্যবস্থাই নেই। ৪.৫ বিলিয়ন মানুষ টয়লেটই ব্যবহার করেন না। ১.৮ বিলিয়ন মানুষ এমন খাবার জল ব্যবহার করে যাতে মল মিশে থাকে। গোটা বিশ্বের সঙ্গে জেনে নিন ভারতের চিত্রটাও।

ভারতের পাঁচ রাজ্যের (ওড়িশা,বিহার,উত্তরপ্রদেশ,ঝাড়খন্ড,তেলেঙ্গানা) ১২টি জেলার ৫০ শতাংশ মানুষ এখনও টয়লেট ব্যবহার করে না।

ঝাড়খন্ডের গোড্ডা জেলার মাত্র ৩১ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করে।

গোটা দেশে ১১৩ মিলিয়ন (১১৩,০০০০০০টি) বাড়িতে টয়লেট নেই।

২০২২ সালের মধ্যে সচ্ছ ভারত মিশনের মধ্যমে প্রতিটি বাড়িতে টয়লেট বানানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। এই প্রকল্প শুরু হয়েছে ২০১৪ সালে।

আগামী চার বছরে টয়লেট বানাতে হবে ৮৪.৭ মিলিয়ন বাড়িতে।

প্রতি বছরে টয়লেট বানাতে হবে ২১.২ মিলিয়ন বাড়িতে।

প্রতি দিন টয়লেট বানাতে হবে ৫৮০৮২ মিলিয়ন বাড়িতে।

প্রতি দিন টয়লেট বানাতে হবে ৫৮০৮২ মিলিয়ন বাড়িতে।

প্রতি ঘণ্টায় টয়লেট বানাতে হবে ২৪২০টি বাড়িতে।


তথ্য সংগ্রহ – ইউ এন ওয়াটার, ডাউন টু আর্থ ম্যাগাজিন(জুলাই ২০১৮)