একনজরে

10/recent/ticker-posts

‘খাদি’ ব্যাপারটা কী?



খোশখবর ডেস্কঃ  একটা সময় পলিয়েস্টার, টেরিকট, টেরিলিন-এ বাজার ছেয়ে গেলেও এখন আবার চল হয়েছে খাদির পোশাক পরার। মার্কেটে গেলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলে আপনি পেয়েও যাবেন খাদি বস্ত্রের দোকান। কিন্তু খাদি ব্যাপারটা কী? খাদি বলতেই আমাদের মাথায় চলে আসে গান্ধিজীর ছবি আর চরকায় সুতো কাটার দৃশ্য। আসলে সোজা কথায় হাতে তৈরি বস্ত্রকে বলা হয় খাদি বস্ত্র। হাতে কাটা সুতো, রেশম বা পশম অথবা এদের যেকোনও দুটোর সমন্বয় বা মিশ্রণ থেকে হস্তচালিত তাঁতে উৎপন্ন কাপড়কে খাদি বলে। সহজ করে বললে হাতে কাটা সুতোয় হাতে বোনা কাপড়ই হল খাদি। বর্তমানে পাঁচ ধরণের খাদি বস্ত্র পাওয়া যায়। যেমন – সুতি খাদি, পশম খাদি, রেশম খাদি, পলি বস্ত্র ও মসলিন খাদি। সাধারণভাবে ০ থেকে ৯৯ কাউন্ট পর্যন্ত কাটা সুতো থেকে তৈরি কাপড়কে বলা হয় সুতি খাদি। সে সব কাপড় ১০০ থেকে ৬০০ বা তার বেশি কাউন্টের সুতো দিয়ে তৈরি হয় তাকে বলে মসলিন খাদি।
তথ্যসংগ্রহ – ‘পশ্চিমবঙ্গবিশেষ সংখ্যা, অক্টোবর-ডিসেম্বর ২০১৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ