একনজরে

10/recent/ticker-posts

‘ভীষ্মের প্রতিজ্ঞা’ কাকে বলে?


খোশখবর ডেস্কঃ  কোনও কাজের জন্য কেউ যদি কোনও ভীষণ প্রতিজ্ঞা করে বসে তাহলে তাকে ভীষ্মের প্রতিজ্ঞা বলা হয়। কিন্তু এই কথা এল কোথা থেকে? এর উৎস খুঁজতে গেলে আমাদের বাংলা প্রবাদে পৌরাণিক কাহিনীর প্রভাবের দিকে নজর দিতে হবে। মহাভারতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ভীষ্ম। এই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি চিরকুমার (বিবাহ করবেন না) থাকবেন। এর পেছনে একটা ঘটনা ছিল। ভীষ্মের পিতা শান্তনু একবার যমুনাতীরে বেড়াতে গিয়ে দাসরাজকন্যা সত্যবতীকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চান। কিন্তু দাসরাজ জানান যে সত্যবতীর সন্তানকে রাজ্যপাঠ দিলে তবেই এ বিয়েতে সম্মতি মিলবে। এই প্রস্তাবে শান্তনু রাজি হতে পারেন নি। এই সময় কঠিন প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসেন ভীষ্ম। তিনি দাসরাজের কাছে গিয়ে জানান যে তিনি রাজ্যের অধিকার ত্যাগের পাশাপাশি আজীবন কৌমার্য রক্ষা করে চলার প্রতিজ্ঞা করছেন। এরপরই কৃতজ্ঞতা স্বরূপ শান্তনু ভীষ্মকে ইচ্ছামৃত্যুর বরদান করেন। এই পৌরাণিক কাহিনী থেকেই কেউ কোনও কঠিন কাজের প্রতিজ্ঞা করলে বলা হয় ভীষ্মের প্রতিজ্ঞা।

সংগ্রহসূত্র
বাংলা প্রবাদে স্থান-কাল-পাত্র, বরুণকুমার চক্রবর্তী,অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স,
 বাংলার প্রবাদসুদেষ্ণা বসাক, আনন্দ পাবলিশার্স