একনজরে

10/recent/ticker-posts

‘কালনেমির লঙ্কাভাগ’ – এমন প্রবাদের অর্থ জানেন কী? এই প্রবাদ এলই বা কোথা থেকে?


পৌরাণিক কাহিনীর উপর নির্ভর করে এই প্রবাদের জন্ম হয়েছে

খোশখবর ডেস্কঃ 
আপনি যদি কোনও কাজ হওয়ার আগেই তার ফলের আশা করে ফেলেন তখন তাকে ‘কালনেমির লঙ্কাভাগ’ বলে অভিহিত করা হয়। পৌরাণিক কাহিনীর উপর নির্ভর করে এই প্রবাদের জন্ম হয়েছে। রামায়ণের কাহিনী অনুসারে ‘কালনেমি’ ছিল রাবণের মামা। লক্ষ্মণ শক্তিশেলে অচৈতন্য হয়ে পড়লে তাকে বাঁচাতে হনুমান গন্ধমাদন পর্বত থেকে ওষুধ সংগ্রহ করতে ছোটে। এই সময় হনুমানকে হত্যার জন্য কালনেমিকে পাঠায় রাবণ। যদি সফল হতে পারে তাহলে পুরস্কার হিসেবে অর্দ্ধেক রাজত্ব দিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন রাবণ। সঙ্গে সঙ্গে রাবণের রাজত্বের কোন অংশটি তিনি নেবেন সে বিষয়ে পরিকল্পনা করে ফেলেন কালনেমি। কিন্তু পরিকল্পনাই সার। পরের ঘটনা গড়িয়ে গেল অন্যদিকে। 


কালনেমি নিজের উদ্দেশ্যসাধনের জন্য আগেই গন্ধমাদন পর্বতে এসে হনুমানকে আশ্রমে আমন্ত্রণ জানালেন। কিন্তু হনুমান সাড়া না দিয়ে চলে গেলেন জলাশয়ে স্নান করতে। সেখানে একটা কুমীর তাকে খেতে এল। আসলে সে ছিল এক অপ্সরা। হনুমান ছদ্মবেশী কুমীরকে হত্যা করলে তার মুক্তি ঘটে। সে তখন কালনেমির গোপন পরিকল্পনার কথা হনুমানকে জানিয়ে দেয়। এই শুনে হনুমান রেগে গিয়ে কালনেমিকে শূন্যে ছুঁড়ে দেন। কালনেমি উড়ে গিয়ে পড়েন রাবণের সিংহাসনের উপর এবং সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ কাজের আগেই কালনেমির রাজ্যলাভের গোটা পরিকল্পনাটাই ভেস্তে গেল।

সংগ্রহসূত্রবাংলা প্রবাদে স্থান-কাল-পাত্র, বরুণকুমার চক্রবর্তী


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ