একনজরে

10/recent/ticker-posts

জানেন ভারতে ছাপা হওয়া প্রথম বইটির নাম কি ছিল ?


খোশখবর ডেস্কঃ ১৪৫৬ খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন জার্মানির গুটেনবার্গ – এ তথ্য হয়ত আমাদের অনেকেরই জানা । অবশ্য অনেকে দাবি করেন চিন দেশে নাকি ৮৬৮ খ্রিস্টাব্দে প্রথম কাঠের ব্লক দিয়ে ছাপার কাজ শুরু হয় । কিন্তু ভারতে প্রথম কোথায় এবং কি বই ছাপা হয় সেই তথ্য কি জানেন? তথ্য বলছে ভারতে প্রথম মুদ্রিত হওয়া বই প্রকাশিত হয় ১৫৫৬ সালে । ওই বছর পর্তুগাল থেকে উত্তমাশা অন্তরীপ ঘুরে জাহাজে করে একটি মুদ্রণ যন্ত্র আবিসিনিয়ায় নিয়ে যাওয়ার পথে আবিসিনিয়ার রোমান ক্যাথলিক চার্চের বিশপ ভারতের গোয়ায় বিশ্রামের জন্য থামেন। কিন্তু কিছু একটা সমস্যা তৈরি হওয়ায় বিশপের আবিসিনিয়া যাওয়া বাতিল হয় । তিনি জাহাজ থেকে ওই মুদ্রণযন্ত্র নামিয়ে নিয়ে তা দিয়ে গোয়াতেই ছাপাখানা স্থাপন করেন । মনে রাখতে হবে এটা গুটেনবার্গের ছাপাখানা তৈরির ঠিক ১০০ বছর পরের কথা । ওই জাহাজে চার্চ বিশপের সঙ্গে বেশ কয়েকজন মুদ্রণ কারিগর ছিলেন । ছিলেন একজন ভারতীয় মুদ্রণ শিল্পীও ।

 গোয়ার জেসুইট ধর্মযাজকের উৎসাহে এখান থেকেই ছাপা হয় তাদের প্রথম বই Conclusaes. এটা কেই ভারতে মুদ্রিত(যদিও পর্তুগিজ ভাষায় রচিত ও মুদ্রিত ) গ্রন্থ বলা হয় । এরপর ১৫৫৭ সালে একটি এবং ১৫৬১ সালে আর একটি বই প্রকাশিত হয় । কিন্তু প্রথম দুটি বইয়ের কোন কপি আজ আর পাওয়া যায় না । তবে ১৫৬১ সালে প্রকাশিত compendio spiritual da vida christoa’ নামক বইটির একটি কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রাখা আছে । এরপর গোয়া থেকে বিদেশী পর্তুগিজ ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশিত হয় । তবে ভারতের বুকে ভারতীয় ভাষায় প্রথম যে বইটি ছাপা হয় তার নাম Christya Vannakanam । এটি ছিল পর্তুগিজ ভাষায় প্রকাশিত Doutrina Christa’র তামিল অনুবাদ । প্রকাশিত হয় ১৫৭৮ খ্রিস্টাব্দে ।

তথ্যসংগ্রহ - বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস / ড বরুণকুমার মুখোপাধ্যায় / নয়া উদ্যোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ