একনজরে

10/recent/ticker-posts

সত্যিকারের যে দেশে মাটি নেই

সবচেয়ে ছোটো  হিসেবে দাবি তোলা ক্ষুদ্রতম এই দেশটির  নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড

খোশখবরঃ ছোটোবেলায় একটা ধাঁধা সকলের মুখে মুখে ফেরে। সেটি হল, ‘বলো তো দেখি কোন দেশে মাটি নেই।’ অবধারিত ভাবে এই প্রশ্নের উত্তর আসে ‘সন্দেশ’। তবে আজ আপনাদের এমন এক দেশের কথা শোনাবো যেখানে থাকেন মাত্র তিন জন। নিশ্চই খুব অবাক হচ্ছেন। তবে অবাক হওয়ার এখনও অনেক বাকী। সবচেয়ে ছোটো  হিসেবে দাবি তোলা ক্ষুদ্রতম এই দেশটির  নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। মোট আয়তন ৫৫০ বর্গমিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির একটি রাজধানীও রয়েছে। তার নাম HM Fort Roughs। আসলে এই দেশটি মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। এই দেশে কোনো মাটি নেই। পুরোটাই ইস্পাত। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর উড়ছে দেশটির পতাকা।




এটি আসলে ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। এখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি করা হতো। প্রয়োজনে শত্রু জাহাজে আক্রমণ পরিচালনার কাজও চলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে। ১৯৬৭ সালের ২রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক Major Paddz Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র। এই দেশের পাশপোর্ট আছে, ডাকঘর আছে, আছে নিজস্ব মুদ্রা। তবে এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবী করলেও বিশ্বের কোনও সার্বভৌম রাষ্ট্র একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষুদে সার্বভৌম রাষ্ট্রটির নাম ভ্যাটিকান সিটি।
তথ্যসংগ্রহ – উইকিপিডিয়া 


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]